ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

নোয়াখালী পৌরসভাসহ সদরের ৬ ইউনিয়ন ‘লকডাউন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জুন ৪, ২০২১
নোয়াখালী পৌরসভাসহ সদরের ৬ ইউনিয়ন ‘লকডাউন’ করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ৬ ইউনিয়নে এক সপ্তাহের জন্য সর্বাত্মক ‘লকডাউন’ ঘোষণা করেছে জেলা প্রশাসন।  

শনিবার (৫ জুন) সকাল ৬টা থেকে ১১ জুন (শুক্রবার) রাত ১২টা পর্যন্ত সাত দিনের এ ‘লকডাউন’ কার্যকর থাকবে।

শুক্রবার (৪ জুন) বিকেল ৫টায় জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান এ ‘লকডাউন’ ঘোষণা করেন।

জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থেকে বক্তব্য দেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী। এসময় জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভার সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনাক্রমে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার নোয়ান্নই, কাদিরহানিফ, বিনোদপুর, অশ্বদিয়া, নেওয়াজপুর ও নোয়াখালী ইউনিয়নে ৫ জুন থেকে সাত দিনের জন্য প্রথম পর্যায়ে সর্বাত্মক ‘লকডাউনে’র আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংকটের সময়ে আতঙ্কিত না হয়ে শান্ত থাকা ও সতর্ক থেকে ‘লকডাউন’ কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলায় যাতায়াতের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে জরুরি সেবা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, চিকিৎসাসেবা, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পরিবহন কাজে নিয়োজিত যানবাহনের পরিসেবা চালু থাকবে।  

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জুন ০৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।