ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসা সামগ্রী হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, মে ২৭, ২০২১
দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসা সামগ্রী হস্তান্তর দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসা সামগ্রী হস্তান্তর। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিট-১৯ মোকাবিলায় উন্নত চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) সকালে উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদারের হাতে অক্সিজেন সিলিন্ডার, বেড, ট্রলিসহ ১১ প্রকার উন্নত চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) রাজু আহমেদ, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু প্রমূখ।  

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মে ২৭, ২০২১
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।