ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

মাগুরায় হোটেল কোয়ারেন্টিন শেষে বাড়ির পথে ভারত ফেরত ৫১ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, মে ২৩, ২০২১
মাগুরায় হোটেল কোয়ারেন্টিন শেষে বাড়ির পথে ভারত ফেরত ৫১ জন

মাগুরা: মাগুরায় ১৪ দিনের হোটেল কোয়ারান্টিন শেষে বাড়ির পথে রওনা হয়েছেন ৫১ জন ভারত ফেরত বাংলাদেশি।

রোববার (২২ মে) দুপুরে হোটেল কোয়ারান্টিন শেষ হলে বাড়ি যাওয়ার অনুমতি দেন কর্তৃপক্ষ।

এনিয়ে গত দুইদিনে ৯৭ জন শহরের তিনটি আবাসিক হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করে বাড়ির উদ্দেশে রওনা হন তারা।

মাগুরা সিভিল সার্জন চিকিৎসক শহীদুল্লাহ দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভারত থেকে আসা পাসপোর্টের যাত্রী ১০১ জন বাংলাদেশিকে ৮ ও ৯ মে থেকে শহরে সরকার নির্ধারিত তিনটি আবাসিক হোটেল সৈকত, ঈগল ও মন্ডলে কোয়ারেন্টিনে রাখা হয়। তাদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও চট্টগ্রামে পাঠানো হয়। ৯৭  জনের মধ্যে ৪৬ জনকে শনিবার এবং রোববার ৫১ জনের ১৪ দিন কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়।

নিয়মানুযায়ী হোটেল ছাড়ার আগে ৯৭ জনের নমুনা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি (জবিপ্রবি) ল্যাবে পাঠানো হয়। ৩ জনের করোনা পজেটিভ আসে। আক্রান্ত তিনজনের মধ্যে একজন ৫০ বছর বয়সের নারী বাকি দুইজন পুরুষের বয়স যথাক্রমে ৪০ ও ২৪ বছর। তারা শহরেরর ঢাকা রোডে অবস্থিত সৈকত হোটেলে কোয়ারান্টিনে থাকা ৩৪ সদস্যের মধ্যে তিনজন।

আক্রান্তদের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট প্রবেশ করেছে কিনা সিভিল সার্জন নিশ্চিত করতে পারেননি। এ বিষয়টি নিশ্চিত হতে আরও সময় লাগবে বলে তিনি জানান। তিনজনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

মাগুরার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নুল আবেদিন জানান, ১৪ দিনের হোটেল কোয়ারান্টিনে থাকার পর ৫১ জনকে বিদায় জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মে ২৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।