ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

খাগড়াছড়িতে করোনার দ্বিতীয় ডোজের টিকা নিয়ে হট্টগোল

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, মে ১৯, ২০২১
খাগড়াছড়িতে করোনার দ্বিতীয় ডোজের টিকা নিয়ে হট্টগোল

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া নিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। চাহিদার তুলনায় টিকা কম থাকায় বুধবার (১৯ মে) সকাল থেকে এ কেন্দ্রে হট্টগোল দেখা যায়।

দুপর ১টার পর টিকা শেষ হলে অনেকে হতাশ হয়ে বাড়ি ফেরেন।
 
গত ৯ মে থেকে টিকা শেষ হওয়ায় কার্যক্রম বন্ধ ঘোষণা করেছিল জেলা স্বাস্থ্য বিভাগ। তবে চলতি সপ্তাহে যে বরাদ্দ পেয়েছে তা দিয়ে আজ থেকে কার্যক্রম শুরু করা হয়। ৩শ জনকে দেওয়ার পর টিকা শেষ হয়ে গেলে হট্টগোল তৈরি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
 
সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, খাগড়াছড়িতে করোনার প্রথম ডোজ পেয়েছেন ৩০ হাজার ২শ ৩২ জন। গত ৯ মে পর্যন্ত দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৭ হাজার ৮শ ১৭ জন। আজ ৩শ জনকে টিকা দেওয়া হয়েছে। পরবর্তীসময়ে টিকা এলে আবার দেওয়া হবে।  
 
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মে ১৯, ২০২২১
এডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।