ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

করোনা: ২৪ ঘণ্টায় বরিশালে মৃত্যু ১, নতুন শনাক্ত ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, মে ১৬, ২০২১
করোনা: ২৪ ঘণ্টায় বরিশালে মৃত্যু ১, নতুন শনাক্ত ৬

ব‌রিশাল: বরিশালে গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

রোববার (১৬ মে) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দফতর ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল (শেবাচিম) পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

এছাড়া পরীক্ষা করাতে আসা মোট সংখ্যার ৫ দশমিক ৮৮ শতাংশ লোকের করোনা পজিটিভ বলে জানিয়েছে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষাগার।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, নতুন ১৯ জন নিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৫১ জন। এর মধ্যে বরিশাল জেলায় নতুন ১ জন নিয়ে ৬ হাজার ৮৫৭ জন, পটুয়াখালীতে নতুন কোনো শনাক্ত না থাকলেও মোট আক্রান্ত ২ হাজার ১৮৪ জন। ভোলায় নতুন চার জন নিয়ে ১ হাজার ৮৪৪ জন, পিরোজপুরে নতুন একজন নিয়ে ১ হাজার ৬২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বরগুনায় নতুন কেউ করোনায় আক্রান্ত হয়নি। ফলে মোট আক্রান্ত নিয়ে ১ হাজার ২৪২ জন এবং ঝালকাঠিতে নতুন কোনো শনাক্ত না থাকলেও মোট আক্রান্ত ১ হাজার ৩০১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫১ জন রোগী।

বিভাগে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৭৪ জন। এর মধ্যে বরিশালে ১১৮ জন, পটুয়াখালীতে ৫০ জন, ভোলায় ২৫ জন, পিরোজপুরে ৩১ জন, বরগুনায় ২৪ জন ও ঝালকাঠিতে ২৬ জন।

এদিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর ল্যাবে ১৭ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫ দশমিক ৮৮ শতাংশের করোনা পজিটিভ এসেছে। অর্থাৎ ১৫ জন নেগেটিভ ও ১ জন পজিটিভ। এ সময়ে করোনা ইউনিটে নয় জন নতুন রোগী উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।

হাসপাতালের করোনা ইউনিটে ৪২ জন চিকিৎসাধীন। যার মধ্যে ৩২ জন উপসর্গ নিয়ে ভর্তি। ১০ জন করোনা রোগী।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, মে ১৬, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।