ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

রামেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, মে ১১, ২০২১
রামেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তির পর করোনা উপসর্গ নিয়ে দু'জনের মৃত্যু হয়েছে।  

হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১০ মে) দিনগত রাতে তাদের মৃত্যু হয়।

পরে স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের নির্দেশনা দেওয়া হয়।

মঙ্গলবার (১১ মে) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বাংলানিউজকে জানান, হাসপাতালের ২২ ও ২৯ নম্বর ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ভর্তির পর দুইজনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর করোনা পরীক্ষার জন্য তাদের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি জানান, বর্তমানে করোনা ওয়ার্ডে ৮৮ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ৩৪ জনের করোনা পজিটিভ। আর বাকি ৫৪ জনের করোনা উপসর্গ রয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে আশঙ্কাজনক ১২ জনকে বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, মে ১১, ২০২১
এসএস/আরআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।