ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

বরগুনায় ডায়রিয়ায় একদিনে ১০৫ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ১

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, মে ৬, ২০২১
বরগুনায় ডায়রিয়ায় একদিনে ১০৫ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ১ বরগুনা জেনারেল হাসপাতাল (সংগৃহীত ছবি)

বরগুনা: বরগুনায় এক সপ্তাহের ব্যবধানে আবারো ডায়রিয়ায় আক্রান্তদের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার (৬ মে) সকাল ৮টা পর্যন্ত বরগুনা জেনারেল হাসপাতালসহ জেলার চারটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ডায়রিয়া নিয়ে ১০৫ জন ভর্তি হয়েছেন।

 

এর মধ্যে গত ৪ মে সকালে ভর্তি হওয়া জেলা সদর উপজেলার কেওড়াবুনিয়া গ্রামের সুলতান (৯৫) নামে একজনের বুধবার (৫ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, জেলায় ডায়রিয়ায় এখন পর্যন্ত চার জনের মৃত্যুর কথা উল্লেখ করা হলেও, বেসরকারি হিসাবে সংখ্যা নয়জন।

বরগুনা জেনারেল হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৩৭ জন ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন রয়েছেন ৭৩ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত জানুয়ারি থেকে চলতি মাসের ৫ মে সকাল ৮টা পর্যন্ত জেলায় ডায়রিয়ায় আক্রান্তদের সংখ্যা সাত হাজার ৬২৫ জন।  

সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বাংলানিউজকে বলেন, হঠাৎ করে আবার ডায়রিয়া রোগীর চাপ বেড়ে গেছে। আমাদের আইভি স্যালাইনের সংকট আপাতত নেই। বেসরকারি পর্যায় ছাড়াও দু’জন সংসদ সদস্য, জেলা প্রশাসক (ডিসি), আইভি স্যালাইন দেওয়ায় চাহিদা পূরণ করতে পারছি।  

বরগুনা জেনারেল হাসপাতাল ঘুরে দেখা গেছে, চিকিৎসক ও জনবল সংকটের কারণে রোগীদের সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। কোনো কোনো রোগীর সঙ্গে পরিবারে ৪-৫ জন সদস্য এসে হাসপাতালে অবস্থান করায় বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মে ০৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।