ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

আমতলীর ইউএনও করোনা আক্রান্ত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, মে ৩, ২০২১
আমতলীর ইউএনও করোনা আক্রান্ত মো. আসাদুজ্জামানের

বরগুনা: টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার নয়দিন পর শরীরের করোনা শনাক্ত হয়েছে বরগুনার আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের।  

সোমবার (৩ মে) সকালে আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মুনয়েম সাদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।


 
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল ইউএনও মো. আসাদুজ্জামান করোনার টিকার দ্বিতীয় ডোজ নেন। পরে গত ২৮ এপ্রিল থেকে তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। রোববার (২ মে) বিকেলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে তার শরীরে করোনা শনাক্ত হয়।  

ডা. আবদুল মুনয়েম সাদ জানান, ইউএনও আসাদুজ্জামান তার সরকারি বাসভবনে চিকিৎসাধীন আছেন এবং তার শারীরিক অবস্থা ভালো আছে।

বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, মে ০৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।