ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সারাদেশে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ৫৬৫টি আইসিইউ শয্যা খালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, মে ২, ২০২১
সারাদেশে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ৫৬৫টি আইসিইউ শয্যা খালি

ঢাকা: করোনাকালীন এই সময়ে সারাদেশের ৮ বিভাগের হাসপাতালগুলোর মোট ৮ হাজার ৮৭৩টি কোভিড-১৯ জেনারেল শয্যা এবং ৫৬৫টি কোভিড-১৯ আইসিইউ শয্যা খালি হয়েছে।

রোবাবার (২ মে) রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো.মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাসপাতালগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের ৮ বিভাগে এই মুহূর্তে মোট কোভিড-১৯ ডেডিকেটেড শয্যা সংখ্যা ১২ হাজার ৩৪৭টি এবং মোট আইসিইউ শয্যা ১ হাজার ৯২টি। বহু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাওয়ায় শয্যাগুলো খালি হয়েছে।

আট বিভাগের মধ্যে ঢাকা মহানগর হাসপাতালগুলোর মধ্যে মোট জেনারেল শয্যা সংখ্যা ৫ হাজার ৬২৬টির মধ্যে খালি রয়েছে ৩ হাজার ৭৯৯টি। আইসিইউ ৭৭৩টির মধ্যে খালি রয়েছে ৪২০টি। এই হাসপাতালগুলোর মধ্যে সরকারি ১৩টি এবং বেসরকারি ১৩টি হাসপাতাল রয়েছে।

ঢাকা মহানগরের ১৩টি কোভিড-১৯ ডেডিকেটেড সরকারি হাসপাতালের শয্যা সংখ্যাগত পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৭০৫টি বেডের মধ্যে খালি রয়েছে ২৮০টি, আইসিইউ ২০টির মধ্যে কোনো শয্যা এখন খালি নেই।

বিএসএমএমইউতে মোট ২৩০টি জেনারেল শয্যার মধ্যে খালি রয়েছে ১৩০টি, আইসিইউ ২০টি শয্যা মধ্যে খালি রয়েছে ৫টি। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মোট ৩০০টি জেনারেল শয্যার মধ্যে খালি রয়েছে ৭২টি, আইসিইউ শয্যা ১০টির মধ্যে কোনো শয্যা খালি নেই।  

মুগদা জেনারেল হাসপাতালের মোট ৩৬০টি জেনারেল শয্যার মধ্যে বর্তমানে খালি রয়েছে ২৫২টি, আইসিইউ ১৯টির মধ্যে খালি আছে মাত্র ২টি। কুয়েত মৈত্রী হাসপাতালের ৬৯টি জেনারেল শয্যার মধ্যে খালি আছে ১১৬টি এবং ২৬টি আইসিইউ শয্যার মধ্যে খালি রয়েছে ১০টি।  

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের মোট ১৭৪টি সাধারণ শয্যার মধ্যে খালি রয়েছে ১০০টি, ১৬টি আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ৮টি। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মোট ২৮৮টি জেনারেল শয্যার মধ্যে খালি রয়েছে ২০৩টি এবং মোট ১০টি আইসিইউয়ের মধ্যে খালি রয়েছে ২টি।  

সরকারি কর্মচারী হাসপাতালের মোট ৮১টি জেনারেল শয্যার মধ্যে খালি রয়েছে ৭৪টি এবং ৬টি আইসিইউ শয্যার মধ্যে খালি রয়েছে ৩টি। রাজারবাগ পুলিশ হাসপাতালের মোট ৪৮৫টি জেনারেল শয্যার মধ্যে খালি রয়েছে ৩৯৩টি এবং মোট ১৫টি আইসিইউ শয্যার মধ্যে খালি রয়েছে ৮টি।  

সংক্রামক ব্যাধি হাসপাতালের মোট ১০টি জেনারেল শয্যার মধ্যে খালি রয়েছে ৮টি। এন.আই.সি.ভি.ডি হাসপাতালের মোট ১৩৭টি জেনারেল শয্যার মধ্যে খালি রয়েছে ১২৩টি। টিবি হাসপাতালের মোট ২০০টি জেনারেল শয্যার মধ্যে খালি রয়েছে ১৮৩টি এবং ৫টি আইসিইউ শয্যার মধ্যে খালি রয়েছে ৪ টি।

ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের মোট ২০০টি জেনারেল শয্যার মধ্যে খালি রয়েছে ১৩১টি এবং মোট ১০০টি আইসিইউ শয্যার মধ্যে খালি রয়েছে ২৫টি। এন.আই.ডি.সি.এইচ মহাখালীর মোট ১১৪টি জেনারেল শয্যা রয়েছে। এন.আই.কে.ডি.ইউ শ্যামলীর মোট ১৫টি জেনারেল শয্যার মধ্যে খালি রয়েছে ১৪টি শয্যা।

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, মে ২, ২০২১
পিএস/এমএমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।