ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে করোনায় আরও ৪ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
সিলেটে করোনায় আরও ৪ জনের মৃত্যু

সিলেট: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু যেন থামছে না সিলেটে। প্রতিদিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল।

ধারাবাহিক এ মৃত্যু তালিকায় এবার আরও চারজনের নাম যোগ হলো।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও চারজনের মৃত্যু হয়েছে। নিহত চারজনই সিলেটের বাসিন্দা। এ সময়ে নতুন করে আরও ৭৯ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৪৪ জন, সুনামগঞ্জের একজন, হবিগঞ্জের আটজন, মৌলভীবাজারের নয়জন ও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা ১৭ জন রয়েছেন।   

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিসংখ্যানবিদ মো. মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ নিয়ে করোনায় গত এক বছরে মৃতের সংখ্যা সাড়ে ৩০০ জনে পৌঁছালো। আগের দিন বৃহস্পতিবারও করোনা আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, বিভাগে এ যাবৎ করোনায় মারা যাওয়া ৩৫০ জনের মধ্যে ২৭৭ জন সিলেটের, ২৭ জন সুনামগঞ্জের, ১৮ জন হবিগঞ্জের ও ২৮ জন মৌলভীবাজারের বাসিন্দা।  

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিসংখ্যানবিদ মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে গত এক বছরে বিভাগে ৩৪৬ জনের মৃত্যু হয়েছে। এখনো হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন আরও ১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্য মতে, এ যাবৎ গত এক বছরে সিলেট বিভাগে ২০ হাজার ৬৫১ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে ১৯ হাজার ১৪২ জন সুস্থ হয়ে ওঠেন ও ৩৫০ জনের মৃত্যু হয়।

শুক্রবার পর্যন্ত আক্রান্তদের মধ্যে ২৩৪ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে সিলেট জেলায় ২১৪ জন, সুনামগঞ্জে চারজন, হবিগঞ্জে ১০ জন ও মৌলভীবাজারে ছয়জন।  

সিলেটে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. চয়ন রায় বাংলানিউজকে বলেন, এখন পর্যন্ত ৬৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে করোনা পজিটিভ ৩৭, উপস্বর্গ নিয়ে ২৮ জন ও ১৩ জন আইসিইউতে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।