ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সার্ভিস 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সার্ভিস 

সাতক্ষীরা: করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ও আক্রান্তদের জরুরি সেবা দিতে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সার্ভিস চালু করা হয়েছে।  

বুধবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় শহরের ইটাগাছা মোড়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন এ সার্ভিস উদ্বোধন করেন।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলীর সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সাইদুজ্জামান জিকো, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট ফারুক হোসেনসহ অনেকে।

অনুষ্ঠানে জানানো হয়, সার্ভিসটির জন্য একটি হটলাইন নম্বর (০৯৬৯৬৩৩৯৩৭৫) খোলা হয়েছে। এ নম্বরে ফোন করে করোনায় আক্রান্তরা যে কোনো ধরনের সেবা নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।