ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

স্বাস্থ্য

টাঙ্গাইলে ইন্টার্নি চিকিৎসকদের অবস্থান ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
টাঙ্গাইলে ইন্টার্নি চিকিৎসকদের অবস্থান ধর্মঘট

টাঙ্গাইল: বকেয়া সম্মানী ভাতার দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কর্মরত ইন্টার্নি চিকিৎসকেরা।

বুধবার (২৮ এপ্রিল) বেলা ১১টা থেকে তারা এ অবস্থান ধর্মঘট পালন করে।

এতে করে সেবা বঞ্চিত হচ্ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।

আন্দোলনরত চিকিৎসকেরা জানান, গত জানুয়ারি মাস থেকে তারা তাদের সম্মানী ভাতা পাচ্ছেন না। কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও এ বিষয়ে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই বাধ্য হয়ে এ অবস্থান ধর্মঘট পালন করছেন তারা। যতক্ষণ পর্যন্ত তারা সম্মানী ভাতা না পাবেন ততক্ষণ পর্যন্ত এ কর্মসূচি চলতে থাকবে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাদেক বাংলানিউজকে জানান, আমি নতুন যোগদান করেছি। বিষয়টি নিয়ে আমি তাদের সঙ্গে আলোচনায় বসেছি। দ্রুতই তারা তাদের সম্মানী ভাতা পেয়ে যাবেন।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, এপ্রি ৮২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।