ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেকে এক জায়গায় ৬ মাসের বেশি ডিউটি নয়: পরিচালক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
ঢামেকে এক জায়গায় ৬ মাসের বেশি ডিউটি নয়: পরিচালক

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্টাফ ও নার্সরা একই জায়গায় ছয় মাসের বেশি ডিউটি করতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে হাসপাতালের নার্স ইনচার্জদের এমন নির্দেশনা দেন তিনি।

ইনচার্জদের নতুন করে রোস্টার করার নির্দেশনা দিয়ে পরিচালক বলেন, ৩ মাস থেকে ৬ মাস পর্যন্ত এক জায়গায় ডিউটি করতে পারবেন নার্সরা। ছয় মাস পরে তাদের হাসপাতালের অন্য জায়গায় ডিউটি দেবেন। সবাইকেই ঘুরিয়ে ঘুরিয়ে ডিউটি করতে হবে।

তিনি বলেন, হাসপাতালে এমন অনেকে আছেন দুই বছর, তিন বছর যাবত একই জায়গায় ডিউটি করছেন। এ জন্য আমরা নতুন সিদ্ধান্ত নিয়েছি। কেউ ছয় মাসের বেশি এক জায়গায় ডিউটি করতে পারবেন না। তাদের হাসপাতালের অন্য জায়গায় ডিউটি দেওয়া হবে। এতে কাজের মান আরও বাড়বে।

এক প্রশ্নের জবাবে পরিচালক বলেন, আমরা করোনা রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছি। সেন্ট্রাল অক্সিজেনের পাশাপাশি ওয়ার্ডেও হাই ফ্লো অক্সিজেন দিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। যাদের অক্সিজেন প্রয়োজন নেই তাদের আমরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। যাদের অক্সিজেন প্রয়োজন তাদের দ্রুত ভর্তি নিয়ে সর্বাত্মক চিকিৎসা দিচ্ছি।

তিনি বলেন, আমাদের হাসপাতালে দুটি করোনা ইউনিট আছে। দুই ইউনিটেই এখন প্রায় একশ’ বেড খালি আছে। কিছুদিন আগেও সেগুলো পরিপূর্ণ ছিল। হতে পারে লকডাউনের কারণে রোগীর সংখ্যা কমে গেছে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।