ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ভোলায় পৌঁছেছে ৩ আইসিইউ বেড ও ৫ হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
ভোলায় পৌঁছেছে ৩ আইসিইউ বেড ও ৫ হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা

ভোলা: ভোলায় করোনা রোগীদের চিকিৎসাসেবায় তিনটি আইসিইউ বেড ও পাঁচটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা স্থাপন করা হচ্ছে।
 
সোমবার (১৯ এপ্রিল) দুপুরে চিকিৎসা সেবার জরুরি এই সরঞ্জাম ভোলায় এসে পৌঁছেছে।

ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে এ সরঞ্জাম স্থাপন করা হবে।  এর আগে সেন্ট্রাল অক্সিজেন সেবা চালু করা হয় এ হাসপাতালে।

ভোলার সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতালে আইসিইউ বেড ও হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা বসানো হবে। এরপরেই জরুরি রোগীরা এ সেবা পাবেন। জরুরি রোগীদের এখন আর ঢাকা বরিশাল যেতে হবে না।

তিনি বলেন, ভোলায় করোনা সংক্রমণ বেড়ে গেছে। আমাদের ডাক্তার ও নার্সরা রোগীদের চিকিৎসা দিচ্ছেন, তবে করোনা রোগীদের জন্য আরো ডাক্তার নার্স দরকার। বর্তমানে ২০ জন নার্স ও ছয় জন ডাক্তার করোনা রোগীদের চিকিৎসা দিচ্ছেন। বেড রয়েছে ১০০টি।

এদিকে সোমবার নতুন করে আরো ২৪ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় বর্তমানে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২৫২২ জন।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।