ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

লকডাউন: ভোলায় ৮৭ মামলায় ১০৭ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২১
লকডাউন: ভোলায় ৮৭ মামলায় ১০৭ জনকে জরিমানা ছবি: বাংলানিউজ

ভোলা: মহামারি করোনার রোধে সরকার ঘোষিত সাতদিনের কঠোর লকডাউন বাস্তবায়নে চতুর্থ দিনে বিধি-নিষেধ না মানায় ভোলায় ৮৭ মামলায় ১০৭ জনকে ৬৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে জেলাটিতে গত ১০ দিনে ৫২৪ জনের জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত জেলা সদরসহ ছয় উপজেলায় অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ইউসুফ হাসান এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।  

তিনি জানান, মহামারি করোনার সংক্রমণ রোধে কঠোর লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে শনিবার চতুর্থ দিনে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোলা সদরসহ ছয় উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিনা করা হয়। অভিযানে সরকারি  বিধি-নিষেধ লঙ্ঘনের দায়ে ৮৭ মামলায় ১০৭ জনকে ৬৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে ভোলা সদরে ২৮ জনকে ১৬ হাজার ৬০০, দৌলতখানে চার জনকে চার হাজার ৫০০ বোরহানউদ্দিনে ১৮ জনকে ১৬ হাজার ৬০০, তজুমদ্দিনে ১০ জনকে চার হাজার ৬০০, মনপুরায় চার জনকে তিন হাজার ও চরফ্যাশন উপজেলায় ৪৩ জনকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।