ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

লকডাউন: ঢামেকে এক ঘণ্টায় ৬টি টিকিট বিক্রি 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
লকডাউন: ঢামেকে এক ঘণ্টায় ৬টি টিকিট বিক্রি 

ঢাকা: করোনা সংক্রমণ মোকাবিলায় সারাদেশে চলছে এক সপ্তাহের কঠোর লকডাউন। লকডাউনের কারণে ঢাকা মেডিক্যালে রোগীর সংখ্যা একেবারেই কমে গেছে।

তবে নতুন ভবনে করোনা ইউনিটে করোনা রোগী আগের মতোই আছে। ঢাকা মেডিক্যাল হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টারে যেখানে প্রতি ঘণ্টায় টিকিট বিক্রি হতো ৫০ থেকে ৬০টি, এখন সেখানে লকডাউনের প্রভাবে ঘণ্টায় টিকিট বিক্রি হচ্ছে ৬টি।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে ঢাকা মেডিক্যাল জরুরি বিভাগে রোগীর শূন্যতার দৃশ্য দেখা যায়। জরুরি বিভাগে দুই-একজন ছাড়া তেমন রোগী দেখা যায়নি।  

জরুরি বিভাগের টিকিট কাউন্টারের স্টাফ দায়িত্বরত মিজান জানান, আজকে এক ঘণ্টায় টিকিট বিক্রি করেছি মাত্র ছয়টি। স্বাভাবিক দিনে এক ঘণ্টায় টিকিট বিক্রি হতো ৫০ থেকে ৬০টি। তিনি আরও জানান, লকডাউনের কারণে ঢাকার বাইরে থেকে রোগী আসতে পারছেন না, তাই
সাধারণ রোগীর সংখ্যা কম।  

ঢাকা মেডিক্যাল হাসপাতালের ডায়েটিশিয়ান বিল্লাল হোসেন জানান, পুরাতন ভবনে মাত্র হাজারের কিছু ওপরে রোগী আছেন। যেখানে গত ১৫ দিন আগেও ১৯’শ ছিল। লকডাউনের কারণে সাধারণ রোগীর সংখ্যা কিছুটা কমে গেছে। তবে নতুন ভবনে করোনা রোগীর সংখ্যা আগের মতোই আছে।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, লকডাউনের কারণে যাতায়াতের সমস্যা হওয়ায় জরুরি বিভাগে ও বহির্বিভাগে সাধারণ রোগীর সংখ্যা কমে গেছে। তবে নতুন ভবনে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
এজেডএস/এমআরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।