ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সিরাজগঞ্জে করোনা চিকিৎসায় ৫ অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
সিরাজগঞ্জে করোনা চিকিৎসায় ৫ অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য পাঁচটি অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড।  

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের কাছে এসব অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করেন সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. হারুন অর রশীদ।

 

হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা বলেন, যে কোনো দুর্যোগের মতো করোনা সংকটকালেও সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় এ অক্সিজেন কনসেন্ট্রেটরগুলো দেওয়া হলো। সিরাজগঞ্জের করোনা রোগীদের চিকিৎসায় অক্সিজেন কনসেন্ট্রেটরগুলো কাজে আসবে।  

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মেদ, সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. হারুন অর রশীদ, সিভিল সার্জন ডা. রামপদ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনীর হোসেনসহ অনেকে বক্তব্য দেন।  

এ সময় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফরিদুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদসহ জেলা প্রশাসন, সিভিল সার্জন অফিস এবং সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

একটি অক্সিজেন কনসেন্ট্রেটর মিনিটে ১০ লিটার করে বিশুদ্ধ অক্সিজেন উৎপাদন ও সরবরাহ করতে পারে।  

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।