ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

করোনা: বগুড়ায় একদিনে শনাক্ত ৩৮, মৃত্যু ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
করোনা: বগুড়ায় একদিনে শনাক্ত ৩৮, মৃত্যু ২

বগুড়া: গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ জন। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে দু’জনের।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সদর উপজেলার জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আহাম্মেদ রহমান বেসরকারি টিএমএসএস হাসপাতালে ও শেরপুর উপজেলার বাসিন্দা হাফিজার রহমান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান।

তুহিন জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে এবং বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১১টি নমুনার মধ্যে চারজনসহ মোট ৩৮ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে বগুড়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ১২৪ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ হাজার আটজন। এছাড়া নতুন দু’জনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭১ জনে। বর্তমানে করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন ৮৪৫ জন। নতুন আক্রান্ত ৩৮ জনের মধ্যে ৩৭ জন বগুড়া সদরের ও বাকি একজন গাবতলী উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।