ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ফেনীতে চার দিনে দ্বিতীয় ডোজ নিলেন ৭০৮৭ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
ফেনীতে চার দিনে দ্বিতীয় ডোজ নিলেন ৭০৮৭ জন

ফেনী: ফেনীতে করোনা প্রতিষেধক দ্বিতীয় ডোজ প্রয়োগের চার দিনে মোট সাত হাজার ৮৭ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৬১ জন ও নারী দুই হাজার ৮৭ জন।

এসব তথ্য জানায় স্বাস্থ্য বিভাগ।
 
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় ফেনী সদরে এক হাজার ২০০ জন, দাগনভূঞায় ৪০২ জন, সোনাগাজীতে ১২৩ জন, ছাগলনাইয়ায় ১৩০ জন, পরশুরামে ৬৫ জন ও ফুলগাজীতে ২১৩ জন ব্যক্তি দ্বিতীয় ডোজ নিয়েছেন। এছাড়া ১৫৫ জন ব্যক্তিকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) পর্যন্ত টিকা নেওয়ার জন্য জেলায় মোট ৬১ হাজার ৯৪৮ জন নিবন্ধন করেছেন।  

সোমবার পর্যন্ত জেলায় ৫০ হাজার ৯৭৩ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে, এর মধ্যে পুরুষ ৩১ হাজার ৯৮৬ জন এবং নারী ১৮ হাজার ৯৮৭ জন।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এসএসআর মাসুদ রানা বাংলানিউজকে জানান, দ্বিতীয় ডোজের জন্য যাদের মোবাইলে মেসেজ এসেছে তারাই টিকা গ্রহণ করতে আসছেন। সময় পার হলেও যারা এখনো এসএমএস পাননি তাদের ধৈর্য্য ধারণ করতে বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
এসএইচডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।