ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

খাগড়াছড়িতে দ্বিতীয় পর্যায়ের করোনা টিকা দেওয়া শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২১
খাগড়াছড়িতে দ্বিতীয় পর্যায়ের করোনা টিকা দেওয়া শুরু খাগড়াছড়িতে দ্বিতীয় পর্যায়ের করোনা টিকা দেওয়া শুরু। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: সারাদেশের মত খাগড়াছড়িতেও করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের টিকা দেওয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) প্রথম দিনে দ্বিতীয় পর্যায়ের করোনা টিকা গ্রহণ করেছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সিভিল সার্জন নিপুর কান্তি দাশ।

এ ছাড়াও দ্বিতীয় পর্যায়ের টিকা গ্রহণের জন্য টিকা কেন্দ্রের সামনে অনেককে অপেক্ষা করতে দেখা গেছে।
 
টিকা গ্রহণ শেষে সিভিল সার্জন (সিএস) ডা. নুপুর কান্তি দাশ বাংলানিউজকে বলেন, দ্বিতীয় পর্যায়ের পাশাপাশি প্রথম পর্যায়ের টিকা দেওয়া চলবে। প্রথম পর্যায়ের ৩০ হাজার টিকার মধ্যে ২৯ হাজারের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। যিনি প্রথম পর্যায়ের টিকা নিয়েছেন, তাদের অবশ্যই দ্বিতীয় পর্যায়ের টিকা নিতে হবে।

দ্বিতীয় টিকা নেওয়ার দুই সপ্তাহ পর ঐ ব্যক্তিটির শরীরে ইমিউনিটি জন্মাবে। দ্বিতীয পর্যায়ের টিকার জন্য মোবাইল ফোনে ম্যাসেজ আসলে তাকে টিকা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২১
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।