ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

আরও ৩ বছর বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২১
আরও ৩ বছর বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল

ঢাকা: আরও তিন বছর ১৪টি মেডিক্যালল কলেজ হাসপাতালে বিদ্যমান বার্ন ইউনিটগুলোকে শক্তিশালীকরণ এবং বিশেষায়িত চিকিৎসা সেবা সম্প্রসারণের জন্য সমন্বয়ক (বার্ন ইউনিটসমূহ) থাকছেন ডা. সামন্ত লাল সেন।

তার চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়িয়ে মঙ্গলবার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে।

আগের চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে ৫ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে এই মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

একই সাথে ডা. সামন্ত লালের নিয়োগের মেয়াদ তিন বছরের জন্য বাড়িয়ে আদেশ জারি করেছে মন্ত্রণালয়।

২০১৫ সালের ৩ এপ্রিল থেকে বার্ন ইউনিটগুলোর সমন্বয়ক হিসেবে চুক্তিতে নিয়োজিত আছেন ডা. সামন্ত লাল।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২১
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।