ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

করোনা টিকার ২য় ডোজ নিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
করোনা টিকার ২য় ডোজ নিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢামেক হাসপাতালের করোনা টিকাদান বুথে তিনি টিকা নেন।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফুল আলম জানান, দুপুর ১২টার দিকে করোনা টিকার দ্বিতীয় নিয়েছেন প্রতিমন্ত্রী কে এম খালিদ। এরপর আধা ঘণ্টা তিনি অবজারভেশনে ছিলেন। এর আগে গত ২৮ জানুয়ারি প্রথম ডোজের টিকা নিয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।