ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

বান্দরবানে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
বান্দরবানে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ বান্দরবানে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ। ছবি: বাংলানিউজ

বান্দরবান: 'মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ' এই প্রতিপাদ্যে বান্দরবানে পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণের মধ্যে আবারোও মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (২১ মার্চ) সকালে বান্দরবান পুলিশের আয়োজনে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার বলেন, হঠাৎ করে বিশ্বে আবার করোনা মহামারির প্রকোপ বৃদ্ধি পেয়েছে, করোনা রোগী বৃদ্ধি পেয়ে এখন দেশে হাসপাতালে শয্যার সংকট সৃষ্টি হচ্ছে আর তাই আমাদের সবাইকে আবারও জোরালোভাবে করোনার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। মাস্ক ব্যবহারের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।  কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল কুদ্দুস ফরাজী, অশোক কুমার পাল, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম চৌধুরী, বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।