ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

স্বাস্থ্য

হলি ফ্যামিলির কোয়ারেন্টিন খাতে ৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
হলি ফ্যামিলির কোয়ারেন্টিন খাতে ৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

ঢাকা: করোনা ভাইরাস মোকাবেলায় কোয়ারেন্টিন এক্সপেন্স খাতে হলি ফ্যামিলি হাসপাতালের জন্য পাঁচ কোটি সাত লাখ টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেছে স্বাস্থ্য বিভাগ।

সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি অর্থ বিভাগের সচিবকে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের (বাজেট শাখা) সিনিয়র সহকারি সচিব সুশীল কুমার পাল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২০২০-২১ অর্থবছরে সচিবালয় অংশে কোয়ারেন্টিন এক্সপেন্স খাতে বরাদ্দকৃত ১০০ কোটি টাকার অব্যয়িত অর্থ থেকে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের অনুকূলে পাঁচ কোটি সাত লাখ ৯২ হাজার ৬১১ টাকা পুনঃউপযোজনের সম্মতি প্রদানের জন্য অনুরোধ করা হয়।

এর আগে করোনা ভাইরাস পরিস্থিতিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কোয়ারেন্টিন এক্সপেন্স খাতে এক কোটি টাকা চাহিদার প্রেক্ষিতে ৫০ লাখ টাকা এবং শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ৯৯ লাখ ৯১ হাজার ৯৪৭ টাকা চাহিদার প্রেক্ষিতে ৩৩ লাখ ৩০ হাজার ৬৪৯ টাকা বরাদ্দের অনুরোধ করেছে স্বাস্থ্য বিভাগ।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর দেয় সরকার। এ ভাইরাসের সংক্রমণ রোধে ২৬ মার্চ থেকে দফায় দফায় বাড়িয়ে টানা ৬৬ দিন সাধারণ ছুটি চলে। এরপর সবকিছু আস্তে আস্তে খুলে দেওয়া হয়। এপর্যন্ত করোনা ভাইরাসে পাঁচ লাখ ৫৭ হাজার ৩৯৫ আক্রান্ত হয়েছে। এরমধ্যে মারা গেছে আট হাজার ৫৪৫ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২ লাখ ৬৪ হাজার ৫৫১টি।

গত ২৭ জানুয়ারি থেকে দেশে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হয়। ঢাকায় ৫০টি হাসপাতাল ও সারা দেশে ৯৫৫টি হাসপাতালসহ মোট এক হাজার পাঁচটি হাসপাতালে দুই হাজার ৪০০ টিম কাজ করছে। এ পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৪৩ লাখ ৯৮ হাজার ৯৪ জন। এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৮৮৯ জনের। পাশাপাশি ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন ৫৫ লাখ ৮৮ হাজার ৭০৫ জন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
জিসিজি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।