ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

স্বাস্থ্য

শিশু হাসপাতালকে ইনস্টিটিউটে রূপান্তরে সরকারের অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
শিশু হাসপাতালকে ইনস্টিটিউটে রূপান্তরে সরকারের অনুমোদন

ঢাকা: বাংলাদেশ শিশু হাসপাতালের সার্বিক কার্যক্রম সুষ্ঠু পরিচালনার জন্য বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন ২০২১ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মঙ্গলবার (০৯ মার্চ) মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়াল মাধ্যমে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন ২০২১ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন। ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি প্রাথমিকভাবে অনুমোদন দেওয়া হয়েছিল। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম সুষ্ঠু পরিচালনা ও দক্ষ ব্যবস্থাপনা, শিক্ষার মানোন্নয়ন, আর্থিক বিষয়াদির জবাবদিহিতা ও উন্নত সেবা নিশ্চিতের জন্য বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন প্রণয়ন করা হয়েছে।

এটার বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকবে সেটা হলো; এক. শিশুদের শারীরিক ও মানসিক সেবা নিশ্চিতকরণ ও মানোন্নয়ের উদ্দেশ্যে সংবিধিবদ্ধ একটি হাসপাতাল ও ইনস্টিটিউট প্রতিষ্ঠা লাভ করবে এখানে। রির্সাচসহ সব রকমের লেখাপড়ার বিষয়টি থাকবে এখানে।

দুই. শিশুর জন্য পুষ্টিমূলক শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণামূলক কার্যক্রম শিশুর শারীরিক ও মানসিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের পরীক্ষাগার ব্যায়ামাগার ও শিশুকর্ণার থাকবে।

তিন. প্রস্তাবিত আইনে একটা কমিটি থাকবে, একটা বোর্ড হবে। চার. হাসপাতাল ও ইনস্টিটিউট স্বকৃীত কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত করে বিশেষায়িত শিশু চিকিৎসা ও পরে স্নাতকোত্তর বা স্নাতকোত্তর ডিপ্লোমা ও মেডিক্যাল টেকনোলজির বিষয়ে স্নাতক ও ডিপ্লোমা কোর্স পরিচালনা করতে পারবে। এছাড়াও কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়ে বিভিন্ন কোর্স পরিচালনা করতে পারবে যেটা আগে ছিলো। এছাড়া শিশু স্বাস্থ্য বা মাতৃস্বাস্থ্য এ সংক্রান্ত কোনো সার্টিফিকেট বা প্রশিক্ষণ পরিচালনা করতে পারবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ (শিশু) হাসপাতালটাতে আলাদাভাবে সব কার্যক্রম করার জন্য যে তহবিল থাকে, এটা এই বোর্ড পরিচালনা করবে। এছাড়া কিছু আধুনিকায়ন করা হবে বর্তমানে যে কয়টি সিট আছে তার থেকে আরো ১০০টি বৃদ্ধি করা হবে। বর্তমানে ১০৩৯ টি সিট রয়েছে শিশু হাসপাতালে।

বর্তমান হাসপাতালকে আধুনিক করা হবে নাকি নতুন আরেকটা হাসপাতাল করা হবে জানতে চাইলে সচিব বলেন, শিশু হাসপাতালকেই হাসপাতাল ও ইনস্টিটিউটে রূপান্তর করা হলো। আপাতত ১০০টি সিট এখানে বৃদ্ধি করা হচ্ছে। পরবর্তীতে আরও যদি কার্যক্রম বৃদ্ধি করতে লাগে যেমন কোর্স বাড়ানো, শিক্ষা কার্যক্রমের পাশাপাশি রির্সাচ কার্যক্রম করার জন্য তখন বোর্ড যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবেই হবে।

এখন তো পরিচালিত হয় ট্রাস্টের মাধ্যমে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন এটা বোর্ড হয়ে যাচ্ছে। বোর্ড ও ইনস্টিটিউট এক হয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।