ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে টিকা গ্রহীতা দুই লাখ ছাড়ালো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৬ ঘণ্টা, মার্চ ৩, ২০২১
সিলেটে টিকা গ্রহীতা দুই লাখ ছাড়ালো ছবি: ডিএইচ বাদল

সিলেট: সিলেটে করোনা ভাইরাসের টিকা গ্রহণকারীর সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। প্রথম দিকে টিকা নিতে জনসাধারণের মনে ভীতি কাজ করছিল।

সেই শঙ্কা উড়িয়ে টিকা গ্রহণকারীর সংখ্যা বাড়লেও লক্ষ্যমাত্রা পূরণে ধীরগতি দেখা দিয়েছে।  

গত ৭ ফেব্রুয়ারি সিলেটে আনুষ্ঠানিকভাবে করোনা টিকা দেওয়া শুরু হয়। গত ২০ দিন মঙ্গলবার (২ মার্চ) পর্যন্ত দুই লাখ এক হাজার ৬০৫ জন করোনার টিকা নিয়েছেন। যা এ অঞ্চলে জনসংখ্যার তুলনায় খুবই কম হিসেবেই দেখছেন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। এ কারণে কেন্দ্রে কর্মকর্তাদের জবাবদিহিতা করতে হচ্ছে।  

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, প্রথম ধাপে সিলেট বিভাগে চার লাখ ৪৪ হাজার ডোজ করোনার টিকা আসে। এগুলোর অর্ধেকও এখনো শেষ হয়নি। লক্ষ্যমাত্রা ছিল গত ২০ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক লোকজনকে টিকা দেওয়া হবে। টিকা গ্রহণে ধীরগতির কারণে অধিদপ্তরে জবাবদিহিতা করতে হচ্ছে। এ নিয়ে করণীয় বিষয়ে আগামী বৃহস্পতিবার (৪ মার্চ) সভা আহ্বান করা হয়েছে।  

গত ২০ ফেব্রুয়ারির পর টিকার দ্বিতীয় চালান আসার পর ডা. আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, প্রথম ধাপের চালানে বিভাগের জন্য আসা চার লাখ ৪৪ হাজার টিকা এখনো পর্যাপ্ত আছে। এরমধ্যে দুই লাখ ২৮ হাজার টাকা আসে সিলেটের জন্য। এগুলো শেষ হলে দ্বিতীয় চালান আসবে।   

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্য মতে, বিভাগে এ পর্যন্ত দুই লাখ ৪৪ হাজার ১২৭ জন নিবন্ধন করলেও টিকা গ্রহণ করেছেন দুই লাখ এক হাজার ৬০৫ জন। বিভাগের মধ্যে সিলেটে ৯১ হাজার ৯৫০ জন রেজিস্ট্রেশন করলেও টিকা নিয়েছেন ৭৭ হাজার ১০২ জন। ৪০ হাজার ২৬৩ জন রেজিস্ট্রেশনকারীর বিপরীতে টিকা নিয়েছেন ৩৫ হাজার ২৬৯ জন। হবিগঞ্জে ৪৬ হাজার ৩৬২ জন রেজিস্ট্রেশন করলেও টিকা গ্রহণ করেছেন ৩৬ হাজার ৭৯৬ জন। মৌলভীবাজারে ৬৫ হাজার ৫৫২ জন রেজিস্ট্রেশন করে মঙ্গলবার পর্যন্ত ৫২ হাজার ৪৩৮ জন টিকা নিয়েছেন।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় বিভাগের চার জেলায় টিকা গ্রহীতার সংখ্যা চার হাজার ৬৬৯ জন। এরমধ্যে পুরুষ দুই হাজার ৭০১ জন ও নারী এক হাজার ৯৬৮ জন। এরমধ্যে সিলেটে দুই হাজার ১০৪ জন টিকা নিয়েছেন। তন্মধ্যে পুরুষ এক হাজার ২৩১ জন ও নারী ৮৭৩ জন। সুনামগঞ্জে ৯৩৯ জন টিকা নেন। এরমধ্যে পুরুষ ৫০৩ জন ও মহিলা ৪৩৬ জন। হবিগঞ্জে ৮০১ জন টিকা নেন। এরমধ্যে পুরুষ ৪৭৫ জন ও নারী ৩৩২ জন। এছাড়া মৌলভীবাজারে ৮১৯ জন টিকা নিয়েছেন। যার মধ্যে পুরুষ ৪৯২ ও নারী ৩২৭ জন।

গত ৭ ফেব্রুয়ারি ভার্চ্যুয়াল মাধ্যমে সিলেটে করোনার টিকা প্রয়োগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ওইদিন সিলেটে প্রথম টিকা নেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।  

এর আগে গত ৩১ জানুয়ারি সিলেটে দুই লাখ ২৮ হাজার ডোজ করোনার টিকা এসে পৌঁছায়। বিভাগে আসে চার লাখ ৪৪ হাজার ডোজ। একটি শীতাতপ নিয়ন্ত্রিত কাভার্ডভ্যানে টিকা শহরের চৌহাট্টাস্থ সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। প্রতি কার্টুনে আসে এক হাজার ২০০ ভায়াল।

বাংলাদেশ সময়: ০৪৫৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০২১
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।