ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেক হাসপাতালে নার্সদের মধ্যে হাতাহাতি, আহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
ঢামেক হাসপাতালে নার্সদের মধ্যে হাতাহাতি, আহত ১ ...

ঢাকা: ঢাকা মেডিক্যাল হাসপাতালের জরুরি বিভাগের পুলিশ ক্যাম্পের সামনে নার্সদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন ঢাকা মেডিক্যাল নার্সিং কলেজের ছাত্র আল আমিন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, নার্সরা তিন দফা দাবি নিয়ে কয়েক দিন ধরে আন্দোলন করে যাচ্ছে। এই আন্দোলনের কর্তৃত্ব পাওয়ার জন্য ডিপ্লোমা নার্সিং ও বিএসসি নার্সদের মধ্যে কোন্দল ছিল। এ কোন্দল থেকেই হাতাহাতির ঘটনা ঘটে।

পরে শাহবাগ থানা ও ঢাকা মেডিক্যাল ক্যাম্পের পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ঢাকা মেডিক্যাল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, হাসপাতালের সীমানার মধ্যে মারামারি এটা মেনে নেওয়া যাবে না। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১ 
এজেডএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।