ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

স্বাস্থ্য

করোনার টিকা নিলেন স্পিকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
করোনার টিকা নিলেন স্পিকার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ফাইল ফটো

ঢাকা: করোনা ভাইরাসের টিকা নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রোববার (১৪ ফেব্রুয়ারি) সংসদ মেডিক্যাল সেন্টারে তিনি টিকা নেন।

জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷

টিকা নেওয়া শেষে স্পিকার বলেন, টিকাটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে টিকা দেওয়া হচ্ছে। সবারেই এ টিকা নেওয়া জরুরি।

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মেডিক্যাল সেন্টারের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।