ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

স্বাস্থ্য

করোনা ভ্যাকসিন নিলেন বাণিজ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
করোনা ভ্যাকসিন নিলেন বাণিজ্যমন্ত্রী

ঢাকা: প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সারা দেশে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির তৃতীয় দিনে ভ্যাকসিন নিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ক্লিনিকে করোনা প্রতিরোধ ভ্যাকসিন নেন তিনি।

করোনা টিকা নেওয়া শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন নেওয়ার পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। আমি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছি।

এ সময় তিনি দেশের অগ্রাধিকার তালিকাভুক্ত নাগরিকসহ ৪০ বছরের উপরে সবাইকে করোনা প্রতিরোধ ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে গত রোববার সারা দেশের এক হাজার ৫টি কেন্দ্রে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হয়। ওই দিন সকাল ১০টায় স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সরকার প্রাথমিকভাবে ভারত থেকে ৭০ লাখ টিকা এনেছে। এর ২০ লাখ টিকা ভারত সরকার বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে। বাকি ৫০ লাখ টিকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের মাধ্যমে ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে কেনা হয়েছে। এই টিকা ৩৫ লাখ মানুষকে দেওয়া হবে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। ওই দিনই সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে নিবন্ধন শুরু হয়।

তবে প্রাথমিকভাবে সেখানে ১৯টি শ্রেণিতে নিবন্ধন করার সুযোগ রাখা হয়। এর মধ্যে একটি শ্রেণি ৫৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য। বাকিগুলো সম্মুখসারিতে থাকা বিভিন্ন পেশাভিত্তিক শ্রেণি অথবা বিশেষ শ্রেণির জন্য।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।