ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

স্বাস্থ্য

টিকা নিলেন আসাদুজ্জামান নূর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
টিকা নিলেন আসাদুজ্জামান নূর করোনার টিকা নিচ্ছেন আসাদুজ্জামান নূর (ছবি সংগৃহীত)

ঢাকা: করোনার টিকা নিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে স্থাপিত করোনার টিকা দেওয়ার বুথ থেকে এ টিকা নেন তিনি

রাতে নিজের ব্যক্তিগত ফেসবুকে এ খবরটি নিশ্চিত করেন আসাদুজ্জামান নূর।

টিকা নেওয়ার ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছি। এত তাড়াতাড়ি আয়োজন করার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভ্যাকসিন নেবেন, সুস্থ থাকবেন। ’

আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসন থেকে ২০০১, ০৮, ১৩ ও ১৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৩ থেকে ২০১৮ সাল পর‌্যন্ত তিনি সংস্কৃতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এর আগে গত বছরের ০৩ ডিসেম্বর করোনায় আক্রান্ত হয়েছিলেন আসাদুজ্জামান নূর। ১২ দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে ১৫ ডিসেম্বর করোনামুক্ত হন তিনি।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
ডিএন/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।