ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

স্বাস্থ্য

করোনায় ইবি ছাত্র উপদেষ্টার অবস্থা সংকটাপন্ন 

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২১
করোনায় ইবি ছাত্র উপদেষ্টার অবস্থা সংকটাপন্ন  অধ্যাপক ড. সাইদুর রহমান

ইবি (কুষ্টিয়া) : করোনায় আক্রান্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র উপদেষ্টা ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমানের অবস্থা বেশ সংকটাপন্ন।  

পরিবার সদস্যদের বরাত দিয়ে শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক জসিম উদ্দীন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, স্যারের অবস্থা খুবই সংকটাপন্ন। তিনি রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন।  

জানা যায়, গত ২৭ জানুয়ারি করোনায় আক্রান্ত হন অধ্যাপক ড. সাইদুর রহমান। শারিরীক অবস্থার অবনতি হলে গত ০২ ফেব্রুয়ারি তাকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়। হাসাপাতালে ডা. মর্তুজা খায়েরের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।