ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ঠোঁট-তালু কাটার চিকিৎসায় কেনিয়ান চিকিৎসক দল বাংলাদেশে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
ঠোঁট-তালু কাটার চিকিৎসায় কেনিয়ান চিকিৎসক দল বাংলাদেশে

ঢাকা: দেশে ঠোঁট ও তালু কাটা রোগীদের চিকিৎসা সেবা দিতে ১৬ সদস্যের একটি কেনিয়ান চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিমানবন্দরে তাদের স্বাগত জানান নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।



কেনিয়ান চিকিৎসক দল ২৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মাদারীপুর সদর হাসপাতালে ঠোঁট ও তালু কাটা রোগীদের চিকিৎসা করবেন।

বিকেলে দু’জন আমেরিকান ও দু’জন রাশিয়ান চিকিৎসক এসে দলটিতে যোগ দেবেন।
তারা সপ্তাহব্যাপী চিকিৎসা সেবায় প্রায় দু’শ রোগীকে সেবা দেবেন বলে নৌ-মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

কেনিয়ান চিকিৎসক দলের নেতৃত্ব দিচ্ছেন ড. অং টি। তাদের সঙ্গে রয়েছেন নৌপরিবহন মন্ত্রীর ছোট ভাই কেনিয়া প্রবাসী ড. মাহবুবুর রহমান।

নৌমন্ত্রী বলেন, পারিবারিক পর্যায়ে মানবসেবায় আচমত আলী খান ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো। এখানে কোনো বিদেশি নাগরিকের চলাফেরায় অসুবিধা হচ্ছে না। কেনিয়ান চিকিৎসকরাও স্বাচ্ছন্দ্যে তাদের কাজ করতে পারবে।

নৌপরিবহন মন্ত্রীর বাবার নামে প্রতিষ্ঠিত আচমত আলী খান ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর ঠোঁট ও তালু কাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এবছর নবমবারের মতো এ কার্যক্রম চলবে।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এসকেএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।