ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বেতন বাড়ানোর দাবিতে শেবাচিমে ইন্টার্নদের কর্মবিরতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৪
বেতন বাড়ানোর দাবিতে শেবাচিমে ইন্টার্নদের কর্মবিরতি

বরিশাল: মাসিক ভাতা অনতিবিলম্বে ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

সোমবার (২৫ মার্চ) দুপুর ১২টায় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ ও বঙ্গবন্ধু ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক হয়েছেন ডা. আরিফুজ্জামান ইমন, বঙ্গবন্ধু ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি তাইমুর মাহামুদকে এবং সাধারণ সম্পাদক মাসুম রেজাসহ নেতারা উপস্থিত ছিলেন।

এরআগে সাধারণ ইন্টার্ন চিকিৎসকদের ব্যানারে হাসপাতালের সামনে বান্দরোডে আরও একটি মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। যেখানে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ডা. মহিউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক ডা. সুদীপ্ত বিশ্বাসসহ নবগঠিত দুই ইন্টার্ন চিকিৎসকদের সংগঠনের নেতারা উপস্থিত ঝিলেন।

এর আগে শনিবার (২৩ মার্চ) রাত থেকে দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করেন সাধারণ ইন্টার্ন চিকিৎসকরা।  

মানববন্ধনে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ বাজারে বর্তমানে আমাদের যে সম্মানি ভাতা প্রদান করা হয় সেইটা খুবই সামান্য। এ ঊর্ধ্বগতির বাজারে এ সম্মানি ভাতা দিয়ে আমরা কোনোভাবেই চলতে পারছি না। আমাদের এ দাবি এখনকার নয়। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও আমাদের বেতন ভাতা বাড়ানো হয়নি। তাই বেতন ভাতা ৩০ হাজার টাকা করার দাবিতে আমাদের এ আন্দোলন।

এদিকে সকাল থেকে হাসপাতালে অন্যান্য স্বাভাবিক কার্যক্রম সুষ্ঠুভাবে চললেও নতুন রোগীরা সমস্যায় পড়েছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর পরই ইন্টার্ন চিকিৎসকরা তাদের চিকিৎসা সেবা প্রদান করেন। কিন্তু কর্মবিরতি থাকায় রোগীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

সাধারণ ইন্টার্ন চিকিৎসকরা জানান, তারা বাধ্য হয়ে এ আন্দোলনে নেমেছেন, আর এজন্য। রোগীদের সাময়িক অসুবিধার হওয়ায় তারা দুঃখও প্রকাশ করেন।

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হয়েছেন ডা. আরিফুজ্জামান ইমন বলেন, গতকাল ইমারজেন্সি ও অ্যাডমিশন ওয়ার্ডগুলো বাদ রেখে আমরা কর্মবিরতি পালন করেছি, আর আজ সারাদেশের সঙ্গে করছে গোটা হাসপাতালের ইন্টার্নরা।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।