ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু: রাজবাড়ীতে নতুন করে আক্রান্ত ৩৮ জন, হাসপাতালে ভর্তি ৭৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
ডেঙ্গু: রাজবাড়ীতে নতুন করে আক্রান্ত ৩৮ জন, হাসপাতালে ভর্তি ৭৫

রাজবাড়ী: গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ জন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৫ জন।

 

রাজবাড়ী জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৫ জন। এর মধ্যে জেলা সদর হাসপাতালে ২২, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪, কালুখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন।  

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৩৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে জেলার সদর হাসপাতালে ১৮, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন।  

অন্যদিকে, জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪০৭ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৩৩২ জন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত রোববার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মাজেদা বেগম (৪৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা জেলেপাড়া এলাকার বাহাদুরের স্ত্রী। তিনি গত ২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।  

এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত সোমবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রজব আলী নামে এক যুবকের মৃত্যু হয়। তার বাড়ি রাজবাড়ী জেলায়।  

রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের কোল্ড চেইন টেকনিশিয়ান পদে কর্মরত (মূলপদ: জুনিয়র মেকানিক, বালিয়াকান্দি) মোহাম্মদ আকরাম হোসেন গত সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।  

জেলার সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন বাংলানিউজকে বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। জেলার সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে, ডেঙ্গু রোগীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।