ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

স্বাস্থ্য

উত্তরখানে অনুমোদনহীন হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
উত্তরখানে অনুমোদনহীন হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর উত্তরখান এলাকায় অনুমোদনবিহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, সনদবিহীন ভুয়া চিকিৎসক ও স্বাস্থ্যসেবা বিষয়ক বিভিন্ন অনিয়ম সংক্রান্তে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।  

রোববার (৯ জুলাই) দুপুর ১ থেকে এ অভিযান শুরু হয়।

 

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান, উত্তরখান এলাকায় অনুমোদনবিহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সনদবিহীন ভূয়া চিকিৎসক ও স্বাস্থ্যসেবা বিষয়ক বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।  

অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
এসজেএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।