ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফিলিস্তিন ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
ফিলিস্তিন ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ শিষ্যদের সঙ্গে কথা বলছেন কোচ জেমি ডে: ছবি-শোয়েব মিথুন

বসুন্ধরা কিংসের শিরোপা জয়ের উচ্ছ্বাসের ভেতর দিয়ে সদ্যই শেষ হয়েছে বাংলাদেশের ফুটবলে মৌসুমের প্রথম আসর ফেডারেশন কাপ। তবে তাতেও বিশ্রামে থাকার সুযোগ নেই বাংলাদেশের ফুটবল তারকাদের। এবার আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্টকে সামনে রেখে তাদের নেমে পড়তে হয়েছে অনুশীলনে। 

মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত হতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপের ষষ্ঠতম আসরকে সামনে রেখে পুরোদমে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) অনুশীলনে যোগ দিয়েছেন বসু্ন্ধরা কিংসে থাকা জাতীয় দলের খেলোয়াড়রাও।

 

ছবি: শোয়েব মিথুন বুধবার (০৮ জানুয়ারি) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম দিনে হালকা অনুশীলন করেছিলেন ১৪ জন খেলোয়াড়। এবার ছুটি কাটিয়ে ফেরা কোচ জেমি ডে’র অধীনে অনূশীলন সেরেছে বাংলাদেশ স্কোয়াড।

ছবি: শোয়েব মিথুনএবারের গোল্ডকাপে অংশ নিচ্ছে ছয়টি দেশ। যার মধ্যে তিনটি দেশ আফ্রিকার। ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্তিন ও শ্রীলংকা। ‘বি’ গ্রুপে আছে আফ্রিকার তিন দেশ- মরিশাস, বুরুন্ডি ও সিশেলস।  

ছবি: শোয়েব মিথুনআসরের শুরুতে এবার কঠিন পরীক্ষায় পড়তে যাচ্ছে জেমি ডে’র দল। আগামী ১৫ জানুয়ারি থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন ফিলিস্তিনের।  

ছবি: শোযেব মিথুনবাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।