ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভিনিসিয়ুসকে বর্ণবাদী গালি, এক বছর নিষিদ্ধ দর্শক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
ভিনিসিয়ুসকে বর্ণবাদী গালি, এক বছর নিষিদ্ধ দর্শক

ভিনিসিয়ুস জুনিয়রের বর্ণবাদের শিকার হওয়া নতুন কিছু নয়। কিন্তু এই বর্ণবাদের বিপক্ষে বেশ সোচ্চার রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

বরাবরের মতোই লা লিগার ম্যাচ বর্ণবাদমূলক গালির শিকার হন তিনি। গালি দেওয়া ওই দর্শকের বিরুদ্ধে তাই ব্যবস্থা নিয়েছে লা লিগা। এক বছর নিষিদ্ধের পাশাপাশি জরিমানাও করা হয়েছে তাকে।

এক বিবৃতিতে গতকাল রিয়াল মাদ্রিদ জানায়, তরুণ ওই দর্শক নিজের ভুল স্বীকার করেছেন, লিখিত দিয়ে ক্ষমাপ্রার্থনা করেছেন এবং প্রসিকিউটর অফিসের দেওয়া সাজা মেনে নিয়েছেন। এক বছর নিষিদ্ধের বিষয়ে জানা গেলেও জরিমানার পরিমাণ জানা যায়নি। পাশাপাশি ওই দর্শককে ৪০ ঘণ্টা সামাজিক শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশও দেওয়া হয়।

রায়ো ভাইয়েকানোর বিপক্ষে খেলার সময় গত ১৮ ফেব্রুয়ারি বর্ণবাদের শিকার হন ভিনি। পরে ওই দর্শককে চিহ্নিত করা হয়। ‘মাইনর’ হওয়ার তার সঙ্গে কোর্টের বাইরেই ফয়সালা করে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।