ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোনালদো-হিগুয়েনে জিতলো জুভিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
রোনালদো-হিগুয়েনে জিতলো জুভিরা ছবি: সংগৃহীত

ইতালির জায়ান্ট জুভেন্টাস উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে জয় পেয়েছে। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আর আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েনের গোলে জার্মানির ক্লাব বায়ার লেভারকুজেনকে হারিয়েছে মাওরিসিও সারির দল।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে জয় পাওয়া জুভিরা অপরাজিত থেকে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে উঠল। ‘ডি’ গ্রুপের এই ম্যাচে ২-০ গোলে জিতেছে তুরিনের বুড়িরা।

ঘরের মাঠে প্রথম দেখায় জার্মানির দলটিকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল জুভেন্টাস।

প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৭৫তম মিনিটে পাওলো দিবালার অ্যাসিস্ট থেকে গোল করেন রোনালদো। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হিগুয়েন। এবারো বলের যোগানদাতা দিবালা।

গ্রুপের আরেক ম্যাচে লোকোমোতিভ মস্কোকে ঘরের মাঠে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে স্পেনের ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে জুভিদের পয়েন্ট ১৬। আর গ্রুপ রানার্সআপ হওয়া অ্যাতলেতিকোর পয়েন্ট ১০।

নকআউট পর্বের আগে বিদায় নেওয়া লেভারকুজেনের পয়েন্ট ৬ আর লোকোমোতিভের পয়েন্ট ৩।

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।