ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

অনূর্ধ্ব-১৮ জাতীয় যুব ফুটবলে সাতক্ষীরা চ্যাম্পিয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
অনূর্ধ্ব-১৮ জাতীয় যুব ফুটবলে সাতক্ষীরা চ্যাম্পিয়ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ জাতীয় যুব ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের আঞ্চলিক পর্বে সাতক্ষীরা জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার (১৮ মার্চ) বিকেলে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সাতক্ষীরা জেলা দল ২-০ গোলে ঝিনাইদহ জেলা দলকে পরাজিত করে।

খেলার প্রথমার্ধে উভয় দল প্রতিদ্বন্দ্বীতামূলক ফুটবল খেলে।

কিন্তু দ্বিতীয়ার্ধে ঝিনাইদহ সাতক্ষীরা জেলা দলের সাথে সমানতালে খেলতে ব্যর্থ হয়। আর খেলার দ্বিতীয়ার্ধেই ঝিনাইদহ জেলা দলকে দুই গোল হজম করতে হয়।

বিজয়ী দলের পক্ষে ইয়াসিন ও হামিজুর ১টি করে গোল করেন।

পরে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম বি সাইফ, বাফুফে’র সদস্য মোঃ ইলিয়াস হোসেন, ক্রীড়া সংগঠক নিজামুল আলম, মাহাবুর রহমান কুঠি, জাহেদ মাহমুদ বাপ্পী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৩, মার্চ ১৮, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।