বর্তমানে সময় ভালো যাচ্ছে না কিলিয়ান এমবাপ্পের, এর মধ্যে পেলেন দুঃসংবাদ। ইনজুরির কারণে ছিটকে গেছেন তিনি।
ম্যাচ শেষে এবাপ্পের চোট গুরুতর নয় বলে জানান রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু পরীক্ষার পর জানা যায় ঊরুতে চোট ধরা পড়েছে ফরাসি এই ফরোয়ার্ডের। অফিসিয়ালি কতদিনের জন্য ছিটকে গেছেন এই বিষয়ে রিয়াল মাদ্রিদ না জানালেও, ইএসপিএন ক্লাব সূত্রের বরাত দিয়ে জানায়, ১০ দিনের জন্য মাঠে নামতে পারবেন না এমবাপ্পে।
এই খবর যদি সত্যি হয়, তবে লা লিগায় আগামী ম্যাচে রায়ো ভায়েকানোর পাশাপাশি ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপেও তার মাঠে নামা হবে না। আগামী ১৮ ডিসেম্বর টুর্নামেন্টটির ফাইনালে কাতারের দোহায় মেক্সিকোর পাচুকা অথবা মিশরের আল আহলির বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
আরইউ