ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

কোয়ার্টার ফাইনালে মরিনহোর ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
কোয়ার্টার ফাইনালে মরিনহোর ইউনাইটেড ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে মরিনহোর ইউনাইটেড/ছবি: সংগৃহীত

এফএ কাপের শিরোপা ধরে রাখার মিশনে সাবেক ক্লাব চেলসির মাঠে হারের (কোয়ার্টার ফাইনালে) হতাশা ভুলে কিছুটা স্বস্তি পাচ্ছেন হোসে মরিনহো। ইউরোপা লিগের শেষ আট নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ওল্ড ট্রাফোর্ডে শেষ ষোলোর দ্বিতীয় লেগে রোস্তভকে ১-০ গোলে (২-১ অ্যাগ্রিগেট) হারিয়েছে ইংলিশ জায়ান্টরা। রাশিয়ান ক্লাবটির মাঠে অনুষ্ঠিত প্রথম লেগ ১-১ সমতায় নিষ্পত্তি হয়েছিল।

ফিরতি পর্বের ম্যাচে ন্যূনতম ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মরিনহোর শিষ্যরা। প্রথমার্ধ থাকে গোলশূন্য। ৭০ মিনিটে ভিজিটরদের জালে বল পাঠান স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান মাতা।

...শেষ ষোলোর সবগুলো ম্যাচ হয়ে গেছে। শুক্রবার (১৭ মার্চ) কোয়ার্টারের ড্র অনুষ্ঠিত হবে। সেমি নির্ধারণে প্রথম লেগ ১৩ এপ্রিল ও দ্বিতীয় লেগ মাঠে গড়াবে ২০ এপ্রিল।

ম্যানইউর সঙ্গে শেষ আটে জায়গা করে নিয়েছে আন্ডারলেখট (বেলজিয়াম), গেন্ট (বেলজিয়াম), অলিম্পিক লিঁও (ফ্রান্স), শালকে (জার্মানি), আয়াক্স (নেদারল্যান্ডস), সেল্টা ভিগো (স্পেন), বেসিকতাস (তুরস্ক)।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ১৭ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।