ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

গল্পটি অন্যরকমও হতে পারত: মেসি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪
গল্পটি অন্যরকমও হতে পারত: মেসি ছবি : সংগৃহীত

ঢাকা: আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি বিশ্বাস করেন, ম্যাচ যদি পেনাল্টি পর্যন্ত যেত তাহলে ম্যাচের গল্পটি অন্যরকম হত। তবে রানার্স-আপ হলেও দলের পারফরমেন্সে গর্বিত তিনি।



গোলশূন্য ফাইনাল ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ালে ম্যাচের ১১৩ মিনিটে গোল করেন জার্মানির মারিও গোৎজে। আর এই গোলেই শিরোপা স্বপ্ন শেষ হয়ে যায় মেসির।

আর্জেন্টাইন অধিনায়ক ম্যাচ শেষে বলেন, ‘আমি মনে করি আমরা সত্যিই ভাল খেলেছি। আমরা পেনাল্টির খুব কাছাকাছি চলে এসেছিলাম। আর কিছুক্ষন ম্যাচটিকে ধরে রাখতে পারলে অন্য কোনো গল্প তৈরি হতে পারত। ’

পেনাল্টি পর্যন্ত ম্যাচ নিয়ে যাওয়ার ব্যাপারে তিনি ব্যাখ্যা দেন এভাবে, ‘আমাদের গোল করার সুযোগ এসেছিল। তবে তারা ম্যাচের অধিকাংশ সময় নিজেদের পায়ে বল রেখেছিল। আমাদের পরিষ্কার গোলের সুযোগ দরকার ছিল। ’

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জেতা মেসি আরো বলেন, ‘আমরা বল পায়ে ভিতরে যেতে পারিনি। আমি চেয়েছিলাম আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার মানুষের জন্য শিরোপা জিততে। কিন্তু সেটা হয়নি। আর এ জন্য আমরা প্রত্যেকে দুঃখিত। ’

দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী গ্রুপ পর্ব, নকআউট পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত অনেকটা নিজেই দলকে টেনে নিয়ে এনেছেন মেসি। কিন্তু পারলেন না দেশকে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ উপহার দিতে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ১৪ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।