ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রদ্রিগেসের জন্য গর্বিত শাকিরা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪
রদ্রিগেসের জন্য গর্বিত শাকিরা হামেস রদ্রিগেস ও শাকিরা

ঢাকা: ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে মিডফিল্ডার হামেস রদ্রিগেসের জন্য তার দল ও কলম্বিয়ানরা গর্বিত। এমনটাই বলেছেন দেশটির পপ স্টার শাকিরা।



বিশ্বকাপের এবারের আসরের একক ভাবে সর্বোচ্চ গোল করে গোল্ডন বুট জিতে নিয়েছেন ২ বছর বয়সী হামেস রদ্রিগেস।

কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৬ গোল এবং তার সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো ২টি গোল। এর মধ্যে একটি গোল এসেছে পেনাল্টি কিক থেকে।

ব্রাজিল বিশ্বকাপের থিম সংয়ের গায়িকা শাকিরা বলেন,‘আমি আমার দেশের জন্য গর্বিত, আমাদের খেলোয়াড়রা তাদের প্রতিভা বিশ্বকে দেখিয়েছে। ’

 তিনি বলেন,‘আমি মনে করি পুরো টুর্নামেন্ট জুড়ে আমাদের খেলোয়াড়রা তাদের নৈপূন্য দেখিয়েছেন। ’

বিশ্বকাপের মতো বড় আসরে হামেস রদ্রিগেস তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন’—বলেন শাকিরা।

‘একজন কলম্বিয়ান হিসেবে আমি গর্বিত’ উল্লেখ করে তিনি বলেন,‘বিশ্বকাপের ইতিহাসে আমরা বেস্ট পারফরম্যান্স দেখিয়েছি। ’

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।