ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সালাহর জোড়া গোল, সিটির চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে গেল লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
সালাহর জোড়া গোল, সিটির চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে গেল লিভারপুল

চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়বেন মোহামেদ সালাহ, এমনটাই শোনা যাচ্ছে। কিন্তু ফর্মের তুঙ্গে থাকা এই মিশরীয় ফরোয়ার্ডকে ছাড়া যে ঠিক হবে না, তা তিনি দেখিয়ে দিচ্ছেন নিয়মিতই।

 

এবার সাউদাম্পটনের বিপক্ষে পিছিয়ে পড়েও লিভারপুলের দারুণভাবে ঘুরে দাঁড়ানোর নায়ক সালাহ। ৩-২ গোলে জেতা ম্যাচে একাই জোড়া গোল করেছেন তিনি। আর তাতে ভর করে শিরোপার আরও কাছে পৌঁছে গেছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান আটে উঠেছে।  

ইংলিশ প্রিমিয়ার লিগে ৮ পয়েন্টের ব্যবধান অনেক বেশি। এরইমধ্যে শিরোপার আশা ছেড়ে দিয়েছে টানা তিন লিগ ম্যাচ হেরে যাওয়া সিটিজেনরা। ১২ ম্যাচে লিভারপুলের সংগ্রহ যেখানে ৩১ পয়েন্ট, সেখানে সমান ম্যাচে সিটির অর্জন ২৩ পয়েন্ট। তিনে থাকা চেলসির পয়েন্ট ২২। সমান পয়েন্ট আর্সেনাল ও ব্রাইটন। পরের সপ্তাহে সিটি ও লিভারপুল মুখোমুখি হবে।  

সাউদাম্পটনের মাঠে ৩০তম মিনিটে এগিয়ে গিয়েছিল লিভারপুল। ডমিনিক সোবোসজলাই দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন। কিন্তু প্রথমার্ধের বিরতির ঠিক আছে গোল শোধ করে দেয় স্বাগতিকরা। এরপর ৫৬তম মিনিটে ব্যবধান বাড়ান মাতেউস ফার্নান্দেস। কিন্তু ৬৫তম মিনিটে সমতা ফেরান সালাহ। এরপর ৮৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে লিভারপুলের জয় নিশ্চিত করেন মিশরীয় তারকা।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।