ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভেনেজুয়েলার মাঠে ব্রাজিলের ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
ভেনেজুয়েলার মাঠে ব্রাজিলের ড্র

জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামার কথা আগেই জানিয়েছিল ব্রাজিলের তরুণরা। কিন্তু সেটি করে দেখাতে পারলো না তারা।

ভেনেজুয়েলার মাঠে যদিও তারা এগিয়ে যায় শুরুতেই। তবে সেটি ধরে রাখতে পারলো না। একইসঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টি মিসের কারণে ড্রয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলার মাঠে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। রাফিনিয়ার গোলে শুরুতে তারা এগিয়ে যাওয়ার পর ভেনেজুয়েলাকে সমতা ফেরান তেলাস্কো সেগোভিয়া।

প্রতিপক্ষের মাঠে শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। নবম মিনিটে ভেনেজুয়েলার ভুলে বল পেয়ে যান ভিনিসিয়ুস। দ্রুতগতিতে ছুটে গিয়ে রাফিনিয়াকে খুঁজে নেন তিনি। তবে বার্সেলোনা তারকা সেটি উড়িয়ে মেরে হতাশ করেন। যদিও ৪৩তম মিনিটে ঠিকই এগিয়ে নেন দলকে। দারুণ এক ফ্রি কিকে বল জালে পাঠান তিনি।

এগিয়ে যাওয়া ব্রাজিল বিরতির পর মাঠে নেমেই পিছিয়ে পড়ে। সতীর্থের কাটব্যাক থেকে বক্সের মুখে বল পেয়ে জোরাল শটে ব্রাজিলের বেশ কয়েকজন খেলোয়াড়ের মধ্যে দিয়ে জাল খুঁজে নেন তেলাস্কো। সমতায় ফেরার পর উজ্জীবিত হয়ে ওঠে ভেনেজুয়েলা। আরও কয়েকটি আক্রমণ করে তারা। যদিও গোলে পরিণত করতে পারেনি।

৫৯তম মিনিটে ছুটে গিয়ে বক্সে ঢুকে পড়া ভিনিসিয়ুসকে গোলরক্ষক ফাউল করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে রিয়াল মাদ্রিদ তারকার স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক। তারপরও সুযোগ ছিল, কিন্তু ফিরতি বল পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন এই ফরোয়ার্ড।

৮৯তম মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লি ফাউলের শিকার হলে প্রতিবাদ জানান ভিনিসিয়ুস। পরে তার মুখে হাত দিয়ে কিছুটা আঘাত করে বসেন গনসালেস। এতে দুই দলের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। পরে গনসালেসকে লাল কার্ড দেখান রেফারি।

এই ড্রয়ে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে ব্রাজিল। ১২ পয়েন্ট নিয়ে সাতে ভেনেজুয়েলা। ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘন্টা, নভেম্বর ১৫, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।