ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আত্মঘাতী গোলের হতাশায় পুড়ল কিংস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
আত্মঘাতী গোলের হতাশায় পুড়ল কিংস

এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো কিছুর প্রত্যাশা নিয়েই গিয়েছিল বসুন্ধরা কিংস। তবে সেটি পূরণ হলো না।

গ্রুপ পর্বের শেষ ম্যাচেও হেরে বিদায় নিতে হলো টানা পাঁচবার লিগ চ্যাম্পিয়নদের। আজ পারো এফসির বিপক্ষে ২-১ গোলে হেরেছে তারা।

শুরুর একাদশে ফিরেছিলেন মিগেল দামাসেনো। প্রতিপক্ষের উপর চাপ ধরে রেখে খেলতে থাকে কিংস। এর ধারাবাহিকতায় ম্যাচের ১২তম মিনিটে এগিয়ে যায় কোচ ভালিরিও তিতার শিষ্যরা।

আট মিনিট পর হতাশ করেন রাকিব। পারোর দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককেও বোকা বানান কিন্তু জাতীয় দলের এই ফুটবলার বল পোস্টে রাখতে পারেননি।

বিরতি থেকে ফিরে পিছিয়ে হতাশা আরও বাড়ে কিংস শিবিরে। ৫৪ মিনিটে ডান দিক থেকে আসা ক্রস ফেরাতে গিয়ে নিজেদের জালেই পাঠান সেন্টার ব্যাক জশুর জুমায়েভ। নেজমেহ ম্যাচে সাদ উদ্দিনের আত্মঘাতী গোলে হেরেছিল কিংস। পারোর বিপক্ষেও হারতে হলো সেই আত্মঘাতী গোলেই।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, নেভেম্বর ০২, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।