ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফুটবল

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সাবিনাদের কোচ জিলানী

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সাবিনাদের কোচ জিলানী

বসুন্ধরা কিংসের নারী দলের কোচ, সাবেক ফুটবলার এবং সোনালী অতীত ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম জিলানী মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসাধীন।

বসুন্ধরা কিংস এবার সাবিনার অধিনায়কত্বে ও সৈয়দ গোলাম জিলানীর কোচিংয়ে নারী লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে।

সৈয়দ গোলাম জিলানী গত মৌসুমে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির কোচ ছিলেন৷ এরপর বসুন্ধরা নারী দলের দায়িত্ব নেন।

সকাল ১০টার দিকে রামপুরা সড়কে দুর্ঘটনার কবলে পড়েন জিলানী। মোটরসাইকেলে শাহজাহানপুরের বাসা থেকে বসুন্ধরায় যাচ্ছিলেন তিনি। এসময় বেটার লাইফ হাসপাতালের সামনে উল্টোপথে আসা আরেকটি মোটরসাইকেল জিলানীর মোটরসাইকেলের চাকায় আঘাত করলে দুর্ঘটনা ঘটে।  

পারিবারিক সূত্রে জানা যায়, জিলানীর হাতে দুটি অপারেশন প্রয়োজন।

জিলানী ঘরোয়া ফুটবলে পরিচিত নাম৷ নব্বইয়ের দশকে আরামবাগ, ভিক্টোরিয়াতে খেলেছেন। এরপর কোচিংয়ে আসেন। দীর্ঘদিন ফেডারেশনে গ্রাসরুট কোচ হিসেবে ছিলেন। জাতীয় দলের সহকারী কোচ হিসেবেও দুই দফায়  দায়িত্ব পালন করেছেন।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।