ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

আলোয় আলোয় ‘স্বপ্নপুরী’র রাজধানী

ডিএইচ বাদল, সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
আলোয় আলোয় ‘স্বপ্নপুরী’র রাজধানী ছবি: ডিএইচ বাদল

রাত পোহালেই বিজয় দিবস। এ বছরের বিজয় দিবস বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন।

কারণ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ৫০ তম বিজয় দিবস উদযাপন হবে ১৬ ডিসেম্বর।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ৫০তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে  সাজানো হয়েছে পুরো রাজধানী।

কয়েকদিন ধরেই রঙ করা হয়েছিল রাজপথসহ সব ধরনের অফিস আদালত।

রাতের জ্বলজ্বল আলোতে পুরো রাজধানী স্বপ্নপুরীতে পরিণত হয়েছে। যেদিকে চোখ যাবে সেদিকেই আলোর ঝলকানিতে চোখ চকচক করবে।

বিশেষ করে সচিবালয়, নগর ভবন, রাজউক ভবন, সংসদভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জনহলসহ রাজধানীর গুরুত্বপূর্ণ ভবনগুলো আলোকসজ্জা করা হয়েছে।

মতিঝিল শাপলা চত্বরের, ফোয়ারার পানিতে ও আলোকসজ্জা করায় সৃষ্টি হয়েছে এক অপরূপ দৃশ্য।

রঙ-বেরঙের ব্যানার, ফ্যাস্টুন প্লে কার্ড দিয়ে সাজানো হয়েছে গোটা রাজধানীর প্রধান সড়কগুলো।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ৫০তম বিজয় দিবস উদযাপনের আমন্ত্রণে বিশ্বের বিভিন্ন থেকে আসছে ভিভিআইপিরা।

আনন্দে আর উৎসবে উৎসবে ভরে উঠবে গোটা বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।