ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ছাত্রবিক্ষোভ-অবরোধে যেমন ছিল ঢাকা 

শাকিল আহমেদ ও রাজীন চৌধুরী  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
ছাত্রবিক্ষোভ-অবরোধে যেমন ছিল ঢাকা  শিক্ষাথীদের বিক্ষোভ। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেমে কলেজের শিক্ষার্থী নাঈমের মৃত্যুর পর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শিক্ষার্থীদের বিক্ষোভে  উত্তাল হয়ে উঠেছে রাজধানীর মতিঝিল, গুলিস্তান, জিরোপয়েন্ট ও রাজপথ। চালকের গ্রেফতার ও শাস্তির দাবিতে মতিঝিল, গুলিস্তান, জিরোপয়েন্ট ও নগর ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা।

 শিক্ষার্থীদের অবরোধের মুখে বন্ধ হয়ে যায় আশপাশের যান চলাচল। এ সময় দুর্ভোগে পড়ে হাজার হাজার মানুষ। যান চলাচল বন্ধ থাকার কারণে অনেকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছান। কেউ কেউ আবার মাথায় বোঝা নিয়ে গন্তব্যে রওয়ানা দেন। নগরীর বিভিন্ন স্থানে অবরোধ ও বিক্ষোভের কারণে এয়ারপোর্ট রোডে মহাখালী-বনানীর চিত্র। থেমে থেমে চলছে যানবাহন। কুড়িল বিশ্বরোড এলাকায় সড়কের একপাশে এবং ফ্লাইওভারের ওপরেও যানজট দেখা যায়।
 
বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।