ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফিচার

ঢাকার যেখানে লোকালয়ে বানর

শোয়েব মিথুন, ফটো করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
ঢাকার যেখানে লোকালয়ে বানর নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত বানরের দল

ঢাকা: মিরপুরের চিড়িয়াখানায় প্রবেশের পর প্রথমেই বানরকে দেখা যায়। বোবা এ প্রাণীদের কাণ্ড দেখে দর্শনার্থীরা বেশ আনন্দও পান।

তবে সেটি খাঁচার ভেতরে হলেও রাজধানী ঢাকাতেই লোকালয়ে বানরের উপস্থিতি লক্ষ্য করা যায়।

পুরান ঢাকার গেণ্ডারিয়া এলাকায় সাধনা ঔষধালয়ের সামনে হরহামেশা একদল বানরকে ঘুরতে দেখা যায়। এ যেন তাদের নিজেদের রাজ্য।

এমন কিছু ছবি তুলে এনেছেন বাংলানিউজের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট শোয়েব মিথুন।

১. একটি বাড়ির গেটের রেলিং ধরে রাজার বেশে হেঁটে যাচ্ছে বানর মশাই।

২. সন্তানকে আগলে রেখে ক্যামেরার দিকে অবাক দৃষ্টি বানরের।

৩. সাধনার কর্মীরা প্রতিদিন নিয়ম করে বানরদের ছোলা দিয়ে থাকে।

৪. পথচারী থেকে খাবার নিচ্ছে এক বানর।

৫. মায়ের পিঠে চড়ে যাচ্ছে এক শিশু বানর।

৬. বানরের বাদরামি।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১

এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।